হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে ডাকাতির সময় গণপিটুনিতে দুই ডাকাত মারা গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার গুণিপুর গ্রামে ডাকাতি করার সময় এ ঘটনা ঘটে।
নিহত এক ডাকাত হল- মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুণিপুর গ্রামে শনিবার দিবাগত ২টার দিকে জালাল মিয়ার বাড়িতে ৫/৬ জনের একদল ডাকাত হন দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে ডাকাতদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তাদেরকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
স্থানীয় লোকজন জানায়, উপজেলায় বেশ কিছুদিন থেকে ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে। ডাকাতি থেকে বাচতে গ্রামের মানুষ মিলে পাহারা দেই।
এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। একজনের পরিচয় জানা গেলেও এবং আরেকজনের পরিচয় এখানো জানা যায়নি।