হবিগঞ্জ ৭১ বাংলা ক্লাবের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলামের সাথে।
২৫ ডিসেম্বর হবিগঞ্জ ৭১ বাংলা ক্লাব কর্তৃক আয়োজিত একটি ক্রিকেট নাইট টুর্নামেন্ট শুভ উদ্বোধন করবেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম।
হবিগঞ্জ ৭১ বাংলার ক্রিকেট নাইট টুর্নামেন্টির স্থান নির্ধারণ করা হয়েছে দক্ষিণ মোহনপুর বাইপাস রোড (কলাবাগান) হবিগঞ্জ।
টুর্নামেন্টের প্রথম পুরুষ্কার হিসেবে থাকবে ১টি ফ্রিজ ও দ্বিতীয় পুরুষ্কার হিসেবে একটি টেলিভিশন প্রদান করা হবে।
টুর্নামেন্টের ফরম পাওয়া যাবে মেসার্স আলী ষ্টোর (শাহেদ আলী বাবলু দোকান) বাইপাস দক্ষিণ মোহনপুর।