হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুরে অবস্থিত শাহজীবাজার তাপ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যাতে প্রায় কোটি টাকার ক্ষতি হয় এবং পুরো হবিগঞ্জ জেলা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার কিছু পর। বিকট শব্দে ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ার পর মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যুৎ কেন্দ্রসহ আশপাশ এলাকায়।
শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিপিডিবির উপ-সহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে। পুরো বিদ্যুৎ ব্যবস্থাপনা সচল হতে সময় লাগবে।
এ ঘটনায় হবিগঞ্জ জেলার প্রায় ৫ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় পড়েন।
তবে চার ঘণ্টা পর, শ্রীমঙ্গল গ্রিড লাইন থেকে সীমিতভাবে কিছু সংখ্যক গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন, “পুরো বিদ্যুৎ ব্যবস্থা সচল হতে এখনো সময় লাগবে। কবে স্বাভাবিক হবে, নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
এদিকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহিদ বিন কাশেম জানিয়েছেন, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।
ঘটনার পর জেলা জুড়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। হাসপাতাল, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকায় ব্যাপক সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ।