১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

অস্ত্র মামলায় শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুলের ১০ বছরের কারাদন্ড

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাাদক বুলবুল খানকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।

০৪ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে এ রায় দেন হবিগঞ্জ বিশেষ ট্রাইবুনাল -৪ এর বিচারক মোহাম্মদ শহিদুল আমিন।

কারাদন্ডপ্রাপ্ত বুলবুল খান শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত ছুরক আলীর পূত্র।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, ২০১২ সালের ১৫ মার্চ গভীর রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি সৈয়দ আবুল হাশেম নেতৃত্বে একদল র‌্যাব অভিযান চালায়। তার স্বীকারোক্তি মতে বাড়ির একটি সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।

পরে তদন্ত শেষে তার বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। রাস্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জন স্বাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষনা করেন। রায় ঘোষনাকালে আসামী বুলবুল খান আদালতে ছিলেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আসামীপক্ষের আইনজীবি এডভোকেট জয়নাল আবেদীন মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।