১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজমিরীগঞ্জে বাল্য বিবাহ ভেঙ্গে দিলো প্রশাসন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্য বিবাহ ভেঙ্গে দিয়েছে প্রশাসন। আর বাল্য বিবাহের কারণে বর-কনের উভয় বাবাকে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা।

আজ শুক্রবার (৭ই আগস্ট) সকাল ১১ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার ৪ নং কাকাইলছেও ইউনিয়নের গরদাইর বড় হাটী গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়েছিলো।

জানা যায়, শুক্রবার উপজেলার বড় হাটী গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে ও সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তারেক মিয়ার (১৮) সাথে সৌলরী STDP মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের সগলু মিয়ার মেয়ের বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের বিষয়টি জানতে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর খাঁন। তিনি বাল্য বিয়েটি বন্ধ করে দেন। একই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নদী আক্তারের পিতা সগলু মিয়া (৫০) এবং তারেক মিয়ার পিতা মুর্শেদ মিয়াকে (৪৮) ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন ৷

উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন বলেন, বাল্য বিবাহ রোধে উপজেলা জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে ৷