৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:৪২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আজ থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাসের যাত্রা শুরু

হবিগঞ্জ-সিলেট সড়কে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) বাস সার্ভিস। এই রুটে আপাততো ৬টি এসি বাস চালাচল করবে।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সে এই বাস সার্ভিস উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী বলেন, আগামী জানুয়ারি মাসে সিলেট-ঢাকা চার লেন প্রকল্প একনেকে উত্থাপন করা হবে। এই প্রকল্পে এডিবি অর্থায়ন করবে। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

বিআরটিসি সিলেট ডিপো ইনচার্জ জুলফিকার আলী জানান, পরীক্ষামূলকভাবে হবিগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসির এসি বাস চলাচল শুরু হয়েছে। এই সড়কে আপাততো ৬টি বাস চালু চলবে। যাত্রীদের চাহিদা অনুপাতে বাস আরও বাড়ানো হতে পারে।

উদ্বোধনের পর সিলেট থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসছে একটি বাস।

হবিগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চালু হওয়ায় যাত্রী সাধারণ বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এবং যাত্রীরা মনে করেন শুধু ৬টি বাস নয় বিআরটিসি তাদের সেবা আরো বৃদ্ধি করবেন।

অন্যদিকে, সিলেটের সাথে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কেও ৬টি বিআরটিসির এসি বাস যাত্রা শুরু করে।