১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:১৬

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

“আদিম মাটি,আদিম প্রাণ” ~জাহিদ মুহাম্মদ

“আদিম মাটি,আদিম প্রাণ”
~জাহিদ মুহাম্মদ

প্রথম জীবনে মাটির সেই আদিম ছুঁয়া
যে শরীর স্পর্শ করেছিল,
সে শরীর একান্তই পবিত্র।
আর আজ সেই আদিম মাটি ?
নগর আলোকে চোখ মেলে দেখে পাপিষ্ঠ রাত,
নর্দমার প্রভাতে ফেরে উদ্ভট হয়ে উঠে।
ক্লান্ত শরীরের পাঁজর ভাঙা হারে বলিষ্ঠ মজ্জা নেই,
পবিত্রতা আজ বহুদূরে দাড়িয়ে আছে নির্বিকার ;
শরীরের আকৃতি, মাংসপিণ্ড আজকাল বিক্রি হয়,
বেপরোয়া দেহ কারবারি নর-নারীর দল!
আজকাল শরীরের সৌন্দর্য দরাদরি করে।
কাঁচা মাংসপিণ্ডের স্বাদ নিতে যত্রতত্র চলে ক্রয়বিক্রয়,
মাটিকে নতুন কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করো না,
এর সূচনা হতে উপসংহার আমি গিলে খেয়েছি।
দু’চোখে মুখস্থ করেছি বিবেকের অবয়ব!
অর্থলিপ্সায় যারা হন্য হয়ে ঘুরে মননে পশুত্ব ধারণ করে,
তাদের বাড়াবাড়ি আমি নিত্যদিন সয়ে যাচ্ছি।
হে সভ্যতা তুমি মানুষ হয়ে যাও,
এক পৃথিবীর শরীরে আবার জন্ম নিব,
আমি তোমায় হৃদয়ে লালন করবো ।
আমি আবার হবো পৃথিবীর নবজাতক সন্তান,
তখন তোমরা আমায় কেবলই মানুষ নাম দিও,
তারপর শাস্ত্রের পবিত্র বুলি মস্তিষ্কে গাঁথবো,
গলাধঃকরণ বাণী আমার বিবেকে পৌঁছায়নি আজও।
তবে, প্রথম জীবন, প্রথম মাটি আজীবন শুদ্ধ!
বিবেকের কান্নায় ভিজে যে শরীরের প্রাণ ক্লান্ত,
সেই প্রাণ পবিত্র।

পেশাঃ শিক্ষার্থী, (নাট্যকলা বিভাগ)
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, ঢাকা।