১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৯

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

আলালপুর কবরস্থানের সীমানা প্রাচীর এর অসমাপ্ত কাজের নির্মান শুরু

লাখাইর করাব ইউনিয়নের মধ্য সিংহগ্রামস্থ আলালপুর কবরস্থান এর সীমানা প্রাচীর এর অবশিষ্টাংশের নির্মান কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সোমবার(১৪ ফেব্রুয়ারি) এ নির্মান কাজের আনুষ্ঠানিকভাবে শুরু করেন সমাজ সেবা মূলক সংগঠন হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি মোঃ আব্দুস শহীদ,সাংগঠনিক সম্পাদক সাবেক মেম্বার হারুনুর রশীদ,কোষাধ্যক্ষ মোঃ বাহার উদ্দীন,সহ সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, আব্দুল হান্নান,মোঃ নুর মিয়াসহ সংস্থার সদস্যবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওঃ নুরুল ল্হুদা।হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থার নিজস্ব অর্থায়নে এ নির্মান কাজ বাস্তবায়িত হচ্ছে।উল্লেখ্য লাখাইর মধ্য সিংহগ্রাম এর সম্মিলিত প্রয়াসে ২০০২ সালে হিলফুল ফুজুল উন্নয়ন সংস্থা গঠন করা হয়।

এ সংস্থা গঠনের পর থেকে অদ্যাবধি বিভিন্ন জনহিতকর কর্মকান্ড পরিচালনা করে আসছে।সংস্থা তাদের সকল সদস্যদের ঐক্যমতে গ্রামের সর্বসাধারণের ব্যবহার্য প্রাচীন কবর স্থানের হেফাজতের লক্ষে এর চারপাশে সীমানা প্রাচীর নির্মান করছে।

এ ছাড়া গ্রামের গরীব অসহায় ও দুস্থদের আর্থিক সহযোগীতা,গরীব রোগীদের চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ দিন যাবত সহযোগীতা করে আসছে।