আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামিক বিধান অনুসারে যে এলাকায় প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, সেই এলাকার জনগণই সবার আগে ওই সম্পদের সুফল পাবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় নবীগঞ্জ জেকে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, “নবীগঞ্জের রশিদপুর এলাকায় গ্যাস উত্তোলন করা হচ্ছে, বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ দেওয়া হলেও স্থানীয় জনগণ এখনো বঞ্চিত। ইসলামের ন্যায়বিচার অনুযায়ী আগে এই এলাকার মানুষকেই গ্যাস দিতে হবে।”
তিনি আরও বলেন, “১১ দলীয় ঐক্যজোট যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় আসে, তাহলে নবীগঞ্জ–বাহুবলসহ হবিগঞ্জ জেলার মানুষের ঘরে ঘরে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।”
সমাবেশে তিনি হবিগঞ্জ–১ আসনের খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে মাওলানা মামুনুল হকের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই খেলাফত মজলিশসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

