জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

এক দফা দাবীতে বানিয়াচং উপজেলা সদরে বিক্ষোভ

প্রেসক্লাবে শিক্ষকদের উপর বর্বর পুলিশী হামলা বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে বানিয়াচং উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন বেসরকারী শিক্ষক কর্মচারীরা।

উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান তালাবদ্ধ গতকাল বেলা ১১ টায় উপজেলা সদরে জড়ো বিক্ষোভে অংশ নেন শিক্ষক কর্মচারীরা। পুলিশী হামলার তীব্র নিন্দা ও জাতীয়করণের একদফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্ম বিরতি পালন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষকরা। বিক্ষোভ মিছিলটি মেধা বিকাশ হাইস্কুলের সামন থেকে শুরু হয়ে উপজেলা চত্ত্বর বড় বাজার প্রদক্ষিন করে শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথ সভায় রত্না হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের এর সভাপতিত্বে ও শিক্ষক সঞ্জু দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ বৈষ্ণব, ডা. ইলিয়াছ একাডেমির প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিক্ষোভ কর্মসূচীতে সংহতি বক্তব্য রাখেন সাংবাদিক ইমদাদুল হোসেন খান, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, সাংবাদিক মখলিছ মিয়া, অভিভাবক নুরুল ইসলাম, খেলাফত মজলিসের বানিয়াচং উপজেলা সেক্রেটারী আব্দুল মুকিত সালেহ, প্রধান শিক্ষক , রানা লাল দাশ, আবু হানিফ , অঞ্জন দেব, গোলাম রব্বানী, সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন দীপু রানী সরকার, কাঞ্চন কুমার শীল, মিজানুর রহমান, মাহমুদুর রহমান, আনোয়ারুল ইসলাম , সেলিম চৌধুরী,সাব্বির আহমেদ শিবলী প্রমূখ।

ঢাকার আন্দোলন বেগবান করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠান কমপক্ষে আরো পর্যাপ্ত শিক্ষক ঢাকায় যাবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়।