জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

এনসিপি নেত্রীকে সরকারি কর্মসূচিতে দাওয়াত চেয়ে ইউএনওকে চিঠি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি মাধবপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির উপজেলা প্রধান সমন্বয়কারীকে সরকারি কর্মসূচিতে দাওয়াত দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে লিখিত আবেদন জানিয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি নাহিদ উদ্দিন তারেক ও যুগ্ম-সমন্বয়কারী মাহবুবুল বারী চৌধুরীর স্বাক্ষরিত চিঠি ইউএনও বরাবর পাঠানো হয়।

রবিবার (২১ সেপ্টেম্বর) ওই চিঠি ইউএনও দপ্তরে এসে পৌঁছে।

IMG 20250921 WA0005

চিঠিতে উল্লেখ করা হয়, মাধবপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসমা আক্তার চৌধুরীকে আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রধান হিসেবে তাকে সকল সরকারি কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা এবং আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো জরুরি। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে এনসিপি বদ্ধপরিকর বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে এনসিপি জেলা নেতারা বলেন, নতুন আহ্বায়ক কমিটির কার্যক্রমকে গতিশীল করতে এবং সাংগঠনিক ঐক্য জোরদার করতে শীর্ষ নেত্রীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

অন্যদিকে মাধবপুরের ইউএনও জাহিদ বিন কাসেম জানান, “চিঠিটি আমার হাতে এখনো আসেনি। এসে পৌঁছালে বিষয়টি দেখা হবে। তাছাড়া কমিটির অন্যান্য সদস্যরা সরকারি কর্মসূচিতে দাওয়াতপ্রাপ্ত হয়ে থাকেন।”

 

এ প্রসঙ্গে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আসমা আক্তার চৌধুরী অভিযোগ করে বলেন, “আমাকে নিয়মিতভাবে সরকারি কর্মসূচি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে সবসময় কথা বলেছি। কিন্তু আজকে উপজেলা প্রশাসন তথা ইউএনওও সেই বৈষম্য করছেন।”