৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:১৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

কবি রেজওয়ানা আহমেদের কবিতা

আল্লাহ দয়াবান
রেজওয়ানা আহমেদ
২০,১,২০২০

ওগো আল্লাহ তুমি দয়াবান
আসমান জমীনে রয়েছো মহীয়ান,
সব কিছুর মালিক তুমি হে পরওয়ার দীদার
তোমাকে না ডাকি -গোনাহ্ করে বান্দা বারেবার |

পারো তুমি রহম করতে অন্যায় চলার গতি
তোমার নামে যিকির করে গাছপালা অতি,
তুমি পরম মুক্তি দাঁতা মালিক জগতের
তোমার সামনে ভেঙে যায় যে সব ভুল মিথ্যের |

সৃষ্টির সেরা করেছো তুমি দিয়েছো বিবেক
রহমতের দুয়ার ভেঙে – মানুষ কেড়ে নেয় মানুষের হক,

ওগো দয়াময় প্রভু তুমি – শেষ নেই তোমার দয়ার
অন্যায় করার পরে ও তুমি রাখো মায়ায় তোমার |

চাঁদ সূর্য চন্দ্র তাঁরা চলে নিরবধি —
তোমার মায়ার বান্দার জন্য করছো সৃষ্টি সবি,
তব মোরা করিনা তো তোমার গুণগান
তোমার আদেশে না চলে – হই মানুষ নামের শয়তান |

কাকে মারবো কাকে ঠকাবে এই তো জীবন ধাঁরা
দয়া কর আল্লাহ তুমি – কর তোমারি পথের পাগলপারা,
মানুষ করেছো মোদের তুমি – কর খাঁটি মানুষ
শত পাপ ছাড়তে পারি – একটু থাকতে হুঁশ |

দুজাহানের বাদশা তুমি – রহিম রহমান
তোমারি নাম জপে জপে যায় যেনো বান্দার প্রাণ,
শুদ্ধ করে দাও মানুষকে যারা অন্যায়ে বহমান
তোমার রহমতে পূর্ণ হবে মানুষ – ওগো আল্লাহ দয়াবান |

তুমি ছাড়া —
রেজওয়ানা আহমেদ
৩০, ১২,২০১৯

দিনের পরে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়
তুমি ছাড়া লাগেনা ভালো কাটে বিষন্নতায়,

নিঝুম রাত বা দিনের ঝলকের আলো
তুমি ছাড়া লাগে যে সব এলোমেলো |

তুমি ছাড়া কাটেনা প্রহর যায় রাত নির্ঘুম
আবছা আলোয় দেখি তোমায় মন হয় নিঝুম,

খোলা আকাশে তাকিয়ে দেখি মেঘের আনা গোনা
তুমি ছাড়া বাজেনা বাসী যায়না এখন শোনা |

আলোর পরে আধঁার আসে কর্ম ব্যস্ত শেষে
তুমি ছাড়া বাজেনা না সানাই দিনের অবশেষে,

কতভালো বেসেছি তোমায় রেখেছি মনের কোঠায়
তুমি ছাড়া নিশ্চিপ রই হাসি নাকি পাল্টায় |

ঝিঁঝিঁ পোকার ডাকে যখন কান পেতে রই
তুমি কবে আসবে পথ চেয়ে রই তাই,

বৃষ্টির শব্দে যখন সানাই বাজায় সূরে
তুমি ছাড়া আসেনা সূর মনটা যায় মরে |

ঘুটঘুটে অন্ধকারে যখন শুধু কালো দেখি
মনের কোঠায় থেকে সেথায় তোমার মুখ আঁকি,

এদিক সেদিক চেয়ে থাকি তোমার পথ চেয়ে
তুমি ছাড়া প্রাণহীন দেখে যাও একবার যেয়ে |