১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

করোনাকালে হবিগঞ্জে বেড়েছে চুরি

ঈদকে সামনে রেখে করোনাকালেও হবিগঞ্জ সদর উপজেলায় চুরির ঘটনা বেড়েছে। প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে।

গত ৫ মে হবিগঞ্জ সদর উপজেলার নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সৌর প্যানেল ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় রাতের আধারে কে বা কারা ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। বর্তমানে স্কুলটি পুরো বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

জানা যায়, কিছুদিন আগে আলাপুর গ্রামের গ্রামীণফোন টাওয়ার থেকেও চোরের দল ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এছাড়া আশপাশের গ্রামের বেশ কয়েকটি এলাকায় প্রায়ই এ রকম ট্রান্সফরমার চুরি হচ্ছে। সদর উপজেলার আলাপুর, রায়ধর, গোপালগঞ্জসহ আশপাশের গ্রামগুলোতে রাতের অন্ধকারে একদল ছিচকে চোরসহ চোর চক্রের একটি দল এভাবেই লকডাউনের সুযোগ নিয়ে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে মূল্যবান জিনিসপত্র।