১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:৫১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে আব্দুল হাই (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বুধবার (৩১ মার্চ) সকালে আনুমানিক ৯ টার দিকে তিনি মারা গেছেন বলে জানা গেছে। এ নিয়ে হবিগঞ্জে করোনায় মোট মৃত্যু হযয়ছে ১৭ জনের।

মৃত আব্দুল হাই হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার নুরুজ্জামানের ছেলে। জানা গেছে ২৩ মার্চ (মঙ্গলবার) হঠাৎ সে অসুস্থ হওয়ায় অসুস্থতাজনিত কারণে প্রথমে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর সেখান থেকে তাকে সিলেট ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়।

বুধবার সকালে আব্দুল হাইয়ের স্বজনরা তাকে সিলেট থেকে হবিগঞ্জে নিয়ে আসার পথে শারীরিক অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হবিগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।