গণঅভ্যুত্থানে ছাত্র জমিয়তের ভূমিকা তুলে ধরে দেয়ালিকা প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ উমেদনগর ক্যাম্পাস শাখা।
এতে লেখনী, চিত্র ও স্লোগানের মাধ্যমে দেখানো হয়েছে—কিভাবে ছাত্র জমিয়তের সদস্যরা রাজপথে থেকে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজ ওয়াসিক বিল্লাহ হিব্বান ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী।
নেতৃবৃন্দ বলেন, “ছাত্র জমিয়তের সংগ্রামী ইতিহাস কলমের মাধ্যমে সংরক্ষণ করতে হবে। দেয়ালিকা প্রকাশ নতুন প্রজন্মকে অতীতের ত্যাগ ও সংগ্রামের কথা জানাবে এবং অনুপ্রাণিত করবে।”
তারা আরও উল্লেখ করেন, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র জমিয়ত বরাবরের মতো অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের প্রতিটি গণআন্দোলনে সংগঠনের কর্মীরা রাজপথে থেকে আত্মত্যাগের মাধ্যমে ইতিহাস রচনা করেছে।
অনুষ্ঠান শেষে ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন—কলম ও কণ্ঠের মাধ্যমে ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকবে।