হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের চৌধুরীপাড়ায় চাঁদা না দেওয়ায় রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শামীম চৌধুরীর বিরুদ্ধে। এতে অন্তত ৪০টি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী পরিবারগুলোর অধিকাংশ সদস্য স্থানীয় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত। রাস্তা বন্ধ থাকায় তাদের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শামীম মিয়া এর আগেও অন্তত পাঁচবার এভাবে রাস্তা বন্ধ করে দিয়েছেন।
ভুক্তভোগী সেলিম মিয়া চৌধুরী জানান,
“আমরা আদালতে ১৪৭ ধারায় মামলা করেছি। শামীম পুলিশকে ম্যানেজ করে রাস্তার ব্যারিকেড সরাচ্ছে না। সে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। এ বিষয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছে।”

স্থানীয় বাসিন্দা ও গার্মেন্টস কর্মী সালমা বেগম বলেন,
“রাস্তায় ব্যারিকেড দেওয়ায় আমরা খুব অসুবিধার মধ্যে আছি। কাজে যাতায়াত করাই কষ্টকর হয়ে পড়েছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শামীম মিয়া চৌধুরী দাবি করেন,“এটা আমার মালিকানাধীন জায়গা। কোনা দিয়ে যাওয়ার জন্য একটু রাস্তা রেখেছি। বড় কোনো সমস্যা হচ্ছে না।”
তবে আদালতে চলমান মামলার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য খসরু মিয়া বলেন,
“ওই ব্যক্তি আমাদের সালিশ মানছে না। অন্যায়ভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান,“পথ বা রাস্তা বন্ধ করার কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

