৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৫

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশূ দিবস পালন

চৃুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশূ দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বের হয় এক বর্ণাঢ্য র‌্যালী।

র‌্যালী শেষে সকাল ১০টায স্থানীয় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ মোস্তফা মোর্শেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মাসুদ মোস্তফা, মাথ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, মুক্তিযোদ্ধা আঃ গাফ্ফার, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ মোদাবিব্র আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাশ, যুগ্ন সম্পাদক আনোয়ার আলী। এতে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার খায়ের উদ্দিন মোল্লাহ, মোতহির চৌধুরী, এমদাদ চৌধুরী, আঃ সামাদ মাষ্টার প্রমুখ।

পরে চিত্রাংক, রচনা, উপস্থিত বক্তৃতা ও গল্পবলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এদিকে দুপুরে স্থানীয় সকল মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।