জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

চুনারুঘাটে মুফতি তাহেরির কর্মীর ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ; মাধবপুরে ‘মোমবাতি’ প্রতীকের কর্মীর ওপর হামলার নিন্দা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামে ইসলামী ফ্রন্ট মনোনীত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির এক কর্মীর ওপর সন্ত্রাসী হামলা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কয়েকজন দুর্বৃত্ত ‘মোমবাতি’ প্রতীকের প্রার্থী মুফতি তাহেরির কর্মী আবিদ হাসান শিপনের প্রচারণামূলক পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় তাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

ঘটনার পর আবিদ হাসান শিপন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

এদিকে এর আগের দিন চুনারুঘাট উপজেলাও প্রচারণাকালে একই প্রার্থীর এক কর্মীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরি চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে, যা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাসেম বলেন,

“এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।