জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জনগনের ম্যান্ডেট নিয়ে আগামি নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি – জিকে গউছ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে সরকার গঠন করবে বিএনপি’ ।

তিনি বলেন- ‘জনগণের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া যায় না। তাই বিএনপির বরাবরই নির্বাচনের জন্য প্রস্তুত ছিল, এখনো আছে। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী রজমানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার ( ৬ আগষ্ট) দুপুর দেড়টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলেক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল বিজয় মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

গউছ বলেন- আমরা বার বার প্রমান করেছি বিএনপি জনগণের দল। মানুষ ধানের শীষকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
সব শেশে জি কে গউছ বলেন, আজকে যেভাবে সবাই আমরা এক হয়ে গেছি, কোনো যড়যন্ত্রই আমাদেরকে আলাদা করতে পারবে না।

এর আগে জেলা বিএনপির বিজয় মিছিলে অংশগ্রহণের জেলা যুবদল, ছাত্রদল, ৯টি উপজেলা বিএনপি, ৬টি পৌরসভা বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আলাদা আলাদা মিছিল সহকারে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগা মাঠে উপস্থিত হন। মিছিলে মিছিলে উত্থাল হয়ে ওঠে গোটা হবিগঞ্জ শহর।

মিছিলে অগ্রভাবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, জেলা যুবদলের আহ্বায়ক, জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব প্রমুখ।