জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

জাতীয় আদিবাসী পরিষদ হবিগঞ্জ জেলার কমিটি গঠন

লিটন মুন্ডা, চুনারুঘাট, হবিগঞ্জঃ

রবিবার (৫ ই ডিসেম্বর) বিকাল ২টায় চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী মহানন্দ মুন্ডার সভাপতিত্বে ও উদয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক – স্বপন মুন্ডার সঞ্চালনায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় আদিবাসী পরিষদ হবিগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং হবিগঞ্জ জেলার জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটি গঠন করা হয়।

received 1367059050398993

হবিগঞ্জ জেলায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা কমিটি নবনির্বাচিত কমিটিতে যারা স্থাণ পেয়েছে –
সভাপতি – মহানন্দ মুন্ডা, সহকারী সভাপতি – রমেশ উরাং, সুজন খাড়িয়া, মতিলাল মুন্ডা, সেক্রেটারি – জ্যোনেশ উরাং, যুগ্ম সেক্রেটারি – স্বপন মুন্ডা ( মাস্টার), সাংগঠনিক সম্পাদক – সুমন মুন্ডা, সহকারী সাংগঠনিক সম্পাদক – সাধন সাওঁতাল, কোষাধ্যক্ষ – স্বপন খাড়িয়া, সহকারী কোষাধ্যক্ষ – রুপেশ উরাং , দপ্তর সম্পাদক – অরুন মুন্ডা, প্রচার ও প্রকাশনা সম্পাদক – সাংবাদিক লিটন মুন্ডা, আইন বিষয়ক সম্পাদক – সন্তোষ সাওঁতাল, সাংস্কৃতিক সম্পাদক – বিপন মুন্ডা, মহিলা বিষয়ক সম্পাদক – রুমা উরাং, সেচ্ছাসেবক সম্পাদক – উপেন মুন্ডাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক – নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক – সুভাষ চন্দ্র হেমব্রম, পত্নীতলা উপজেলা শাখা আদিবাসী যুব পরিষদের আহবায়ক – পরেশ টুডু, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি – সুজিত পাহান, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি – লক্ষণ মুন্ডা, সাংবাদিক অমল উরাংসহ হবিগঞ্জ জেলার বিশিষ্ট আদিবাসী নেতৃবৃন্দ।

received 1324440387999368

সভায় বক্তারা বলেন, ” দেশের আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদান ব্যবস্থার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থভাবে পূর্ণ বাস্তবায়ন সহ করোনাকালে আদিবাসীদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এবং আদিবাসী উপর অত্যাচার ,নির্যাতন, উচ্ছেদ,ভূমি দখল বন্ধ করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ও স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান।