৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও অর্ধেক ভাড়ার দাবীতে মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার নারী পুরুষ। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

আজ শনিবার সকাল ১০.৩০ মিনিটের সময় উপজেলা মৌচাক কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে ছাত্ররা এ অবরোধ করে।

বাহুবলে শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

খবর পেয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান এবং উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাইসহ বিভিন্ন নেতৃবৃন্দ ঘঠনা স্থলে উপস্থিত হয়ে অবরোধকারী ছাত্র / ছাত্রীদেরকে অনুরোধ করলে অবরোধ তারা প্রত্যাহার করে নেয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেতৃবৃন্দকে সাথে নিয়ে ছাত্রদের সাথে আলোচনা করলে তারা অবরোধ প্রত্যাহার করে।