জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে জাতির পিতার জীবন ও কর্মের উপর আজ অনলাইন প্ল্যাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া।
এছাড়াও আলোচনা সভায় সংযুক্ত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সিভিল সার্জন, হবিগঞ্জ, এ কে এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলার দপ্তর প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশা ও সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।