জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির আনন্দ মিছিল

৬ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের তারিখ নির্ধারণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার দুপুর ১টায় পৌরসভা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকায় গিয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সদ্য পদত্যাগকারী যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী বলেন- হবিগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ৮টি উপজেলা এবং ৫টি পৌরসভায় গোপন ব্যালটে কাউন্সিলের মাধ্যমে সুপার ফাইভ নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন। এসব ইউনিট কমিটির নির্বাচিত সুপার ফাইভ নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন। কিন্তু এসব কমিটিকে যারা পকেট কমিটি বলছেন তারা জেলা বিএনপির কাউন্সিলকে বানচাল করতে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন।
তিনি বলেন- গত ১১ আগষ্ট হবিগঞ্জ জেলা বিএনপির সভায় প্রায় সকল যুগ্ম আহ্বায়কের লিখিত প্রস্তাবিত তালিকা থেকে জেলা বিএনপির কাউন্সিলের নির্বাচিন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু যারা এই কমিশনকে বিতর্কিত করার জন্য মিথ্যাচার করছেন তারা বিএনপির কাউন্সিল চায় না। কারণ দলের নেতাকর্মীদের সাথে তাদের সম্পর্ক নেই। তারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল না। তাদের মিথ্যাচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি আহহবান জানান।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদ্য পদত্যাগকারী যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম ও হাজী এনামুল হক, সদ্য পদত্যাগকারী শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক এস এম আউয়াল, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন, আজমিরীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নেকদার হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক হাজী শামছুল আলম, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুর ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ, শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ, জেলা কৃষকদলের আহবায়ক মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা ওলামাদলের আহবায়ক ক্বারী কবির হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নুরজাহান বেগম, সাংগঠনিক সম্পাদক সুরাইয়া খানম রাখি প্রমুখ।