তাসনুভা শামীম ফাউন্ডেশনের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল ২৫ জন প্রতিবন্ধী পরিবারকে ঈদের জন্য নতুন জামা ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্তিত ছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে এনডিসি জনাব জহিরুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ সারোয়ার এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জেলা প্রশাসক ইশরাত জাহানের উদ্যোগে রমজানের শেষ ১০ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নেয় তাসনুভা শামীম ফাউন্ডেশন। আজ শুক্রবার ০৭/০৫/২০২১ ইং ছিল কর্মসূচির চতুর্থ দিন।
এছাড়া মাহমুদাবাদ এলাকায় ফাউন্ডেশনের কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে ৩০০ জন মানুষের মাঝে রান্না করা ইফতারি বিতরণ করা হয়। তাসনুভা শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম সাহেব বলেন, জেলা প্রশাসক ইশরাত জাহানের সমন্বয়ে মানবতার সেবায় হবিগঞ্জবাসীর পাশে থেকে কাজ করে যাবে তাসনুভা শামীম ফাউন্ডেশন, মাহমুদাবাদ, হবিগঞ্জ ।
উল্লেখ্য তাসনুভা শামীম ফাউন্ডেশন ২০১৭ থেকে হবিগঞ্জ প্রতিবন্ধী স্কুল পরিচালনার পাশাপাশি মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে।


