তীব্র শীত নিবারণে গরীব অসহায়,দুস্থ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷
জানা যায়, নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুব আলম খসরু কর্তৃক বাস্তবায়ন ও বিতরণে জিয়াপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরুউল্লা কাউন্সিলর জিপি ও তাহার পরিবার বর্গ প্রবাসীদের অর্থায়নে শতাধিক পরিবারের মধ্যে উক্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে৷ ১০ জানুয়ারী শনিবার সকাল ১১টায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর মোড়ে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালিকের সহায়তায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম খসরু, মাওলানা সিরাজুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক এম মুজিবুর রহমান প্রমূখ৷
এসময় উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (অবসর প্রাপ্ত) সহকারী শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম, হাজী আব্দুল সালাম, ফিরুজ মিয়া, ইতালী প্রবাসী আব্দুল আলীম৷ সমাজকর্মী আমির আলী, আবুল হোসেন, আব্দুল আহাদ, মোজাহিদ মিয়া, আবুল হাসনাত সহ আরো অনেকেই।
বক্তরা বলেন,সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে হত দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সবাই যার যার সাধ্যমতো নিজ নিজ এলাকায় শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করে মানবতার কল্যাণে কাজ করি৷ সমাজ সেবাও একটি পবিত্র ইবাদত৷
তাই দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মানবিক ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান সুশীল সমাজের নেতৃবৃন্দ৷


