১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগ

নবীগঞ্জের আলোচিত কামাল হত্যাকান্ডের ঘটনা নিয়ে নবীগঞ্জ থানার ওসি ও ওসি (তদন্ত) এর আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

নিহত কামালের বোন হত্যা মামলার বাদী আনোয়ারা খাতুন লিখিত ভাবে এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি বলেন, গত বছরের ১৬ ডিসেম্বর পূর্ব বিরোধের জের ধরে মামলার প্রধান আসামী জসীম মেম্বারসহ তার সহযোগীরা তার ভাই কামাল মিয়াকে হত্যা করে।

এই ঘটনায় তিনি বাদি হয়ে ২৭ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন।

তিনি তাদের দাবিকৃত ৫ লাখ টাকা দিতে না পারায় মামলাটি ভিন্নখাতে নেন।

আসামীর নিকট থেকে মোটা অংকের টাকা গ্রহণ করে আলোচিত এই হত্যা মামলার অন্যতম স্বাক্ষী শরীফ মিয়াকে গ্রেফতার করেন।

আনোয়ারা খাতুন লিখিত বক্তব্যে আরো বলেন, তার ভাগ্নে ফারুক মিয়াকে আটক করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি নিয়ে হত্যা মামলাটি ভিন্নখাতে নেয়ার প্রয়াস চালাচ্ছেন। এতে হার্টের রোগী শরীফ ও ফারুক মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়েছেন। তারা এখন স্বাভাবিক অবস্থায় নেই। তিনি আদালতের মাধ্যমে ফারুকের প্রকৃত জবানবন্দি নেয়ার দাবি জানান। তিনি ঘটনার সুষ্টু তদন্ত দাবি করেছেন।