হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শফিকুর রহমানের বড় ছেলে শাহ আলম (২৩)এর অকাল মৃত্যুতে এলাকা জুরে নেমেছে শোকের ছায়া।
গতকাল মঙ্গলবার রাত ১০ টার সময় হঠাৎ করে ষ্ট্রোক করে শাহ আলম। তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে সিলেট উইমেইন্স মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা রত অবস্থায় সে মারা যায়।
তার অপ্রত্যাশিত চলে যাওয়া পরিবারের সদস্যদের পাশাপাশি বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং স্থানীয় জনগণের হৃদয়ে গভীর শোকের ছাপ ফেলেছে।
এলাকার সচেতন তরুন হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন। তার আচরন, বিনয়ী ব্যবহার ও পরিশ্রম মনোভাবের জন্য অল্প বয়সেই সকলের কাছে প্রিয় হয়ে উঠেন।
বুধবার দুপুর ২ টা ৩০ মিনেটের সময় পূর্ব জাহিদপুর ঈদগাহ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে সশীল সমাজের রাজনৈতিক,সামাজিক শত শত এলাকা বাসী জানাযা নামাজে অংশগ্রহণ করেন।জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
এ ঘটনায় নবীগঞ্জের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই।তার বিদ্রোহী আত্বার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।