১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৯:০৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে নকল বিড়ি উৎপাদন ও বিক্রির অপরাধে জরিমানা

সরকারি কর ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি করার অপরাধে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ৩জন বিক্রেতাকে আর্থিক জরিমানা করা হয়।

মঙ্গলবার ১২ অক্টোবর নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় তিনি উপজেলার গুজখাইর বাজারে সরকারি কর ফাঁকি দিয়ে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি করার অপরাধে ৩জনকেভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করেন এবং নকল তৈরীকৃত বিড়ি জব্দ পূর্বক ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা ও আইনশৃঙ্খলা এবং প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন বলেন, নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে এসব অবৈধ বিড়ি বন্ধে আরও কঠোর হবে উপজেলা প্রশাসন।