৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৪০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

নবীগঞ্জে সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রভাতী সামাজিক সংস্থা নবীগঞ্জ এর উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ শাকির আলীর সভাপতিত্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম জাকির এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সঈদপুর বাজার ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলী আক্কাস মোল্লা, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাও মাদরাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমেদ নুরী সাহেব।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী ইমরান ইসলাম, বক্তব্য রাখেন দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক হাফেজ লুৎফুর রহমান, শাবিপ্রবির মেধাবী শিক্ষার্থী জায়েদ আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাজমুল হক মাসুম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহেদুর রহমান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন রাসুল (সাঃ) এর জীবনি চর্চার মাধ্যমে রাসুল (সাঃ) এর আদর্শ গ্রহণ করতে হবে। রাসুল (সাঃ) এর সুন্নাহর অনুসরণের মাধ্যমে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে।

এভাবে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। রাসুল (সাঃ) এর জীবনির উপর দুইটি গ্রæপে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘ক’  গ্রুপে ১ম স্থান অধিকার করেন মারজানা আক্তার, ২য় স্থান হুসনা আক্তার, ৩য় স্থান শিমলা আক্তার সেবা। ‘খ’ গ্রুপে ১ম স্থান অধিকার করেন তানিয়া বেগম (শাবিপ্রবি), ২য় স্থান মহসিন আহমদ (ঢাবি), ৩য় স্থান রোকেয়া বেগম (নর্থ ইষ্ট)।

এছাড়াও দুই গ্রুপে আরো ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়। সীরাত প্রতিযোগিতার স্পন্সর করেছেন হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে এবং ড.নাজমুল হোসাইন।