হবিগঞ্জের নবীগঞ্জ প্রতিপক্ষের হামলায় ২ সহদর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার ৬ নং কুর্শি ইউনিয়নে বেরীগ্রামে হাস ছড়ানোকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে।
আহতদের কাছ থেকে জানা যায়, বিকাল ৫ টার দিকে রায়হান মিয়ার হাসের পাল কতিথ এক জমিতে নেমে যায় এসময় আনসুর মিয়া রায়হান মিয়ার মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
এক পর্যায়ে আনসুর মিয়া ও শিহাব মিয়া প্রতিপক্ষ ফজল মিয়ার ছেলে রায়হান মিয়া ও তার ভাই মাসুম মিয়ার (২৩)উপর হামলা চালায়।
এতে প্রতিপক্ষের হামলায় ২ সহদর গুরুত্বর আহত হয়।এসময় স্থানীয় জনতা তাদের উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করে চিকিৎসা চালান।