হবিগঞ্জের নবীগঞ্জে শাহলালাল লতিফিয়া সুন্নী যুব ফাউন্ডেশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান ও গরীব অসহায় মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ নাইস বাংলা চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে জহুরুল ইসলাম রাহুলের সভাপত্বিত্বে ও শাহরিয়ার আহমেদ শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ যুব উন্নয়ন উধিদপ্তর উপ পরিচালক এ কে এম আব্দুল্লা ভূঞা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা জহিরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকতা নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সদস্য কাজী মাওলানা এম হাসান আলী সাহেব,পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা ইব্রাহীম ইউসূপ, বক্তব্য রাখেন শাহজালাল লতিফিয়া সুন্নি ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি শেখ এ মুজাহিদ আহমদ,
অত্র সংগঠন এর উপদেষ্টা ওলী আহমদ,
আনজুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুল বাজিদ,বাহুবল উপজেলা তালামীযের সহ সভাপতি সৌরভ আহমদ, এসময় স্বাগত বক্তব্য রাখেন শাহজালাল লতিফিয়া সুন্নী ফাউন্ডেশনের সহ সাধারন সম্পাদক সাদিক চৌধুরী।
এসময় আমন্ত্রিত বক্তারা বলেন, শাহলালাল লতিফিয়া সুন্নী ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রেখে চলেছে। গরীব ও অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করা এই সংগঠনের অন্যতম লক্ষ্য।
শাহজালাল লতিফিয়া সুন্নী যুব ফাউন্ডেশন” প্রতিষ্ঠিত হয়েছে মহান ওলী হযরত শাহজালাল (রহঃ) ও হযরত আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহঃ)-এর পবিত্র নাম অনুসারে।
তাঁদের জীবনদর্শন ছিল—মানবতার সেবা ও দ্বীনের প্রচারক হিসাবে।উনাদের কে লালন করে মানবতার সেবায় মানবতার কল্যানে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
এসময় অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি একে এম আব্দুল্লাহ ভূঞা, ও জহিরুল ইসলামকে ফুল দিয়ে সংর্বধনা জানান অত্র সংগঠনের সদস্য বৃন্দ।
এসময় শাহজালাল লতিফিয়া সুন্নী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম হাসান আলী সাহেব।

