সরকারি মালিকানাধীন দেশের সর্ববৃহৎ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি পূর্বে লোকসানের মুখে পড়লেও এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ১৩টি নিজস্ব চা বাগানে মনোযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এস এম জিয়াউল আহসান দায়িত্ব গ্রহণের পর থেকেই চা বাগানগুলোর আধুনিকায়ন, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় হ্রাসসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছেন।
সূত্র জানায়, বিগত সরকার আমলে প্রতিষ্ঠানটির ১৩টি চা বাগানেই লোকসান দেখা দেয়। তবে নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে বর্তমানে প্রতিটি চা বাগানে ব্যবস্থাপক, স্টাফ ও শ্রমিকরা মুনাফার আশায় নতুন উদ্যমে কাজ শুরু করেছে।
উৎপাদন খরচ কমানো, পণ্যের মানোন্নয়ন, নতুন বাজার অনুসন্ধান এবং চায়ের নতুন ব্র্যান্ড তৈরি ও বিপণন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নানা উদ্যোগ গ্রহণ করেছে। সেই সঙ্গে গবেষণা ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে গুণগত মান উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে তারা।
কোম্পানির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়ন হলে ন্যাশনাল টি কোম্পানি আবারও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।