১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০১

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে নব-গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চম ধাপে আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে নব-গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন । বৃহস্পতিবার ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান। শায়েস্তাগঞ্জ ছাড়াও পঞ্চম ধাপে আরো ১৫টি উপজেলা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, যে সব উপজেলায় নির্বাচন হবে ওই সব উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে, যাচাই বাছাই ২৩ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে এবং ১৮ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ বরণ

উপজেলাগুলো হলো, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের সদর, রাজবাড়ীর কালুখালী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।

এদিকে, নব-গঠিত এ উপজেলায় নির্বাচনকে ঘিরে ভোটারসহ সকলের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এছাড়াও ইতিমধ্যেই ভোটারদের মনজয় করতে মাঠে নেমে পড়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।