লাখাইয়ে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
গতকাল লাখাই উপজেলার লাখাই ইউনিয়নে পথশিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার অদম্য স্বেচ্ছাসেবী গন।
ঈদের দিনেও প্রিয় সন্তানের হাতে নতুন জামা তুলে দিতে পারেনা অনেক হতভাগা বাবা একরাশ অভিমান নিয়ে বসে থাকে সন্তানেরা।
তাই এসব মুখে মুখের হাসি অঙ্গীকার নিয়ে পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন হবিগঞ্জ এমন কিছু শিশুদের ঈদের পোশাক কিনে দিয়েছে আর করে নিয়েছে অফুরন্ত ভালোবাসা ।