১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫২

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

পাঁচ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক

মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় পাঁচ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) ভোরে মালবাহী ট্রেনের বগিটি উদ্ধার করে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যায় রিলিফ ট্রেন।

এরপর রাত ৩টার দিকে মাইজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস, মোগলাবাজার থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস এবং সিলেট রেলওয়ে স্টেশন থেকে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরো পড়ুনঃ এপ্রিলজুড়েই অব্যাহত থাকবে রুদ্ররোষ ঝড়ঝঞ্ঝা এবং খরতাপ

মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত ২টার দিকে উপবন ও উদয়ন ট্রেন দু’টি মাইজগাঁও রেলওয়ে স্টেশনে চালিয়ে নেওয়া হয়। রাত পৌনে ৩টায় দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনটি সরিয়ে নেয়ার পর ভোর ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হলে উপবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে মাইজগাঁও ছেড়ে যায়।

শুক্রবার (০৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে মাইজগাঁও স্টেশন আউটারে চট্টগ্রাম থেকে খালি ওয়াগন নিয়ে আসা শাহজালাল সারকারখানা থেকে সার বহনকারী বিসি স্পেশাল ট্রেনের বগি‌টি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।