৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ফের হাসপাতালে কবি আল মাহমুদ

বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সেক্রেটারি আবিদ আজম।

আবিদ আজম জানান, ক‌বি আল মাহমু‌দের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতা‌লে চি‌কিৎসাধীন তি‌নি। সবার কা‌ছে তার জন্য দোয়া প্রার্থনা করা হ‌চ্ছে।

তবে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তির কথা নিশ্চিত করেছেন সাংবাদিক বাছির জামাল। তিনি জানান, কবি আল মাহমুদ ইবনে সিনা হাসপাতালের ধানমণ্ডি শাখায় ভর্তি আছেন। কবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিসিইউতে রাখা হয়েছে তাকে।

কবি আবদুল হাই শিকদার জানান, ‘তার অবস্থা সংকটাপন্ন। আমরা তার সুস্থতা আশা করছি।’

আল মাহমুদের বয়স এখন ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।