৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৩

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাংলাদেশ স্বাল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় হবিগঞ্জে বর্ণাঢ্য শুভাযাত্রা অনুষ্ঠিত

সৈয়দ সালিক আহমেদ, হবিগঞ্জ

সম্প্রতি বাংলাদেশ স্বাল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শুভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসনের কার্যালয় (নীমতলা) প্রাঙ্গন থেকে পুলিশের একদল সুসজ্জিত ব্যান্ডদলের সুরের মোহনায় শুভাযাত্রাটি শুরু হয়ে হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে উন্নয়ন মেলার উদ্বোধনী শেষে আলোচনা সভায় মিলিত হয়।

শুভাযাত্রার অগ্রভাগে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা, সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুর রহমান, বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমান, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আইরিন পারভীন ডালিয়া,ডাঃ নাসিমা খানম ইভা, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীসহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

শুভাযাত্রা শেষে নীমতলা প্রাঙ্গনে বেলুন এবং পায়রা উড়িয়ে ২দিন ব্যাপি উন্নয়ন মেলার শুভ উদ্ভোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিভিন্ন দপ্তরের সুসজ্জিত স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য ও জেলা প্রশাসকসহ অন্যান্য অথিতিবৃন্দ।