হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে বাগান বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা।
বুধবার (২৩ জুলাই) সকালে ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন তেলিয়াপাড়া চা বাগানের ফ্যাক্টরি চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাগান পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী, মহিলা সর্দার বিরেন্দ্র বোনার্জি ও মহিলা নেত্রী প্রেম পান তাতী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এইচএসএম জিয়াউল আহসানের দায়িত্ব গ্রহণের পর ১৩টি বাগানে (তেলিয়াপাড়া, চন্ডিছড়া, পারকুল, জগদীশপুরসহ) শৃঙ্খলা ফিরে এসেছে, চুরি-দুর্নীতি বন্ধ হয়েছে এবং উৎপাদন ও মানের উন্নয়ন ঘটেছে। এরইমধ্যে একটি স্বার্থান্বেষী মহল, যারা পূর্বে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে, তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং কোম্পানির কর্মকর্তা ও শ্রমিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
শ্রমিকদের দাবি, ‘হুমায়ুন কবির’ নামের এক ব্যক্তি মোটা অঙ্কের বিনিময়ে ধারাবাহিক অপপ্রচারে লিপ্ত এবং ইউটিউবে মিথ্যা প্রচারনার মাধ্যমে শ্রমিকদের হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। শ্রমিকদের অভিযোগ— হুমায়ুন কবির তাদের হুমকি দিয়েছে যে, তার কথা না শুনলে মাদক ব্যবসায়ী হিসেবে প্রচার করা হবে।
পঞ্চায়েত সভাপতি খোকন পান তাতী বলেন, “চা বাগানকে ভালোবেসে আমরা শ্রমিকরা কাজ করে যাচ্ছি। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে মিথ্যা রটনা ও ভয়ভীতির মাধ্যমে পরিবেশ নষ্ট করতে চায়।”
চা শ্রমিকরা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং বলেন, দাবি না মানলে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি পালন করবেন।