হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদের ছাঁদ মাসের মধ্যে দ্বিতীয়বার ধ্বসে পড়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে ছাঁদ ঢালাই শেষে হঠাৎ করেই ধ্বসে পড়ে যায়। এর আগে চলতি মাসের ৬ আগস্ট প্রথমবার একই ঘটনায় এক নির্মাণ শ্রমিক আহত হয়েছিলেন।
স্থানীয়রা অভিযোগ করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসএল এন্ড আলী (জেভি) শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে। পাশাপাশি মসজিদের পাশের পুকুর যথাযথভাবে ভরাট না করে কাদা-পানির উপর ভিত্তি করে কাজ করায় একের পর এক দুর্ঘটনা ঘটছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দাবি করেছেন, উচ্চ পর্যায়ের প্রকৌশলী দল এসে তদন্ত না করা পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে, নইলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
প্রকল্পের ইঞ্জিনিয়ার নিপেন বাবু বলেন, “বারবার কেন ধ্বসে যাচ্ছে এর কারণ আমি বুঝতে পারছি না। ধ্বসে যাওয়ায় আমাদেরও ক্ষতি হচ্ছে।” এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।
কাজের ঠিকাদার আব্দুল হামিদ মিয়া এ ব্যাপারে বলেন, “আমার কোনো অনিয়ম বা গাফিলতি নেই। কেন এমন হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান,”বিষয়টি আমি জেলা প্রশাসক (ডিসি) স্যারকে অবগত করেছি। উচ্চ পর্যায় থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মডেল মসজিদটির কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। অথচ সারা দেশের বহু জায়গায় ইতোমধ্যেই মডেল মসজিদের কাজ শেষ হলেও বানিয়াচংয়ে নির্মাণকাজ চলছে ঢিমেতালে।