হবিগঞ্জের বানিয়াচং-নবীগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা ব্যারিকেড দিয়ে আটকিয়ে চালকদের মারপিট ও গাড়ি ভাংচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বড়বাজার মালিক সমিতি সঠিক বিচার না হওয়া পর্যন্ত সড়কে তাদের গাড়ি চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নবীগঞ্জ উপজেলার গ্যানিংগঞ্জ বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ সিএনজি অটোরিকশা মালিক সমিতির পক্ষ নিয়ে গ্যানিংগঞ্জ বাজার (নতুন বাজার) মালিক সমিতির কিছু সদস্য শরিফউদ্দিন সড়কে ব্যারিকেড দিয়ে বড়বাজার মালিক সমিতির অধীনে থাকা প্রায় ১২–১৫টি সিএনজি অটোরিকশা আটকায়। এ সময় চালকদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং একটি গাড়ি ভাংচুরসহ একটি চাকা খুলে নেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় অন্তত ১৫ জন চালক আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন—সুমন মিয়া (৩২), সালমান মিয়া (২৭), আব্দুল আহাদ (৩০), মাইনউদ্দিন (৩৩), এনাম মিয়া (৩২), শাবান মিয়া (৩০), বেনু মিয়া (২৮), তুফাজ্জল মিয়া (২১), রিদদ্রুত মিয়া (৩৫), বশির মিয়া (৩৮), নুরুল মিয়া (২৫), মুক্তাদির মিয়া (২২) ও রাজন মিয়া (২৫) প্রমুখ।
আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বড়বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে আটক গাড়িগুলো উদ্ধার ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।
বড়বাজার মালিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন,
“গ্যানিংগঞ্জ বাজার মালিক সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে নবীগঞ্জের মালিক সমিতির সঙ্গে দীর্ঘ ১০–১২ বছর ধরে বিরোধ চলছে। তারা পূর্বপরিকল্পিতভাবে নবীগঞ্জের পক্ষ নিয়ে আমাদের গাড়িগুলোর ওপর হামলা চালিয়েছে।”
তারা আরও জানান, ঘন ঘন এমন হামলায় চালক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার প্রতিবাদে এবং সঠিক বিচার না হওয়া পর্যন্ত ৩১ অক্টোবর (শুক্রবার) বানিয়াচং–নবীগঞ্জ সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে, পরিস্থিতি শান্ত করতে বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ মিয়া উভয় পক্ষ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,
“ঘটনার সত্যতা পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় এমন ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।”


