১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৮

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে অসহান ভানবাসীর মধ্যে পুলিশ সুপারের ত্রান বিতরণ অব্যাহত। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকার বানভাসি অসহায় মানুষদের মধ্যে ত্রান বিতরণ করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী।

বুধবার (২৯ জুন) ৬নং কাগাপাশা ইউনিয়নে দুপুর ১২টায় চমকপুর, বাগহাতাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পরিদর্শন করে ৫০০শত পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী তুলে দেন বাংলাদেশের মানবিক এই পুলিশ সদস্যগন।

এই ত্রান বিতরণ কালে তাকে সহযোগীতা করে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনসহ একদল মানবিক পুলিশবৃন্দ।

বানিয়াচংয়ে পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

এছাড়াও ৬নং কাগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ গ্রহন করেন।

ত্রাণ বিতরণ শেষে তিনি বন্যা কবলিত হাওড়ের বিভিন্ন গ্রাম পরিদর্শনও বন্যা মোকাবেলায় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।

উল্লেখ্য, এই মানবিক পুলিশ সুপার এসএম মুরাদ আলী লাখাই, নবীগঞ্জ উপজেলার বন্যার্ত বানভাসির মধ্যে ত্রান বিতরণ করেন।