জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বানিয়াচংয়ে ভাই ভাতিজার ফিকলের আঘাতে প্রবাসী খুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে ভাই ভাতিজার হামলায় শাহাবুদ্দিন (৪০) নামের এক প্রবাসী খুন হয়েছেন।

৪ অক্টোবর সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্লার পুত্র শাহাবুদ্দিনের সাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় তারই ভাই হারুন মিয়া ও ভাতিজা আনোয়ার আলীর।

এ নিয়ে সকালে উভয়ের মাঝে সংঘর্ষ হয়। এ সময় হারুন ও তার ছেলে আনোয়ার ফিকল দিয়ে শাহাবুদ্দিনকে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত শাহাবুদ্দিন ওমান প্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে আসেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুলসহ হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।