এককালের চুনের ঘাট এখন বালুর ঘাট। উপজেলাজুড়ে হাটে, ঘাটে, মাঠে এখন বালু আর বালু।
পূর্বাঞ্চল থেকে উপজেলা সদরের প্রবেশমুখে বসে বালুর মেলা।
ট্রাক্টরগুলো এখানে এসে আনলোড করছে আর ট্রাক করছে লোড। এ লোড আনলোডের গ্যারাকলে পড়ছে লক্ষাধীক মানুষ। উপকৃত হচ্ছে গুটি কয়েকজন।
সকালে এখানে লেগে থাকে যানজট, নির্ধারীত সময়ে উপস্থিত হওয়া যাচ্ছে না অফিস আদালত কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। ভেঙ্গে যাচ্ছে রাস্তা,দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
উড়ছে ধূলিবালী, রোগ বিমারে কাবু অসহায় মানুষ। দেখার কেউ নেই। পথচারীদের দাবী, ব্যস্ততম সড়কে নয়, অন্য কোথাও সরিয়ে নেয়া হোক এ বালুরঘাট।