বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের প্রভাষক আব্দুল হাই স্যারের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব জয়পুর গ্রামের নিজ বাড়ীতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিষয়টি করাঙ্গীনিউজকে নিশ্চিত করেন।
নিহতের পরিবার সূত্র জানায়- আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজবাড়ীতে জানাযা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানাযার নামাজে শরিক হবার জন্য দাওয়াত করা হয়েছে।