৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৪

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বাহুবলে কথা-কাটাকাটি জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে সিএনজি অটোরিকশার ভাড়া নির্ধারণ করা নিয়ে কথা-কাটাকাটি জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে  শুক্রবার (১০ মে) জুম্মার নামাজের পর বাহুবল উপজেলার বাগদাইর গ্রামে।

জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী বাজার হইতে বাগদাইর গ্রামে সিএনজির শ্রমিকরা ১৫০ টাকা ভাড়া নেয়, কিন্তু গ্রামের কিছু সাধারণ মানুষের জন্য সে ভাড়া অতিরিক্ত হয়েগেছে তাই কিছু লোক সিএনজির ভাড়া কমানোর দাবী জানান, এ সময় এক পক্ষ বলছে ১৫০ টাকা ভাড়াই সঠিক অপর পক্ষ বলছে না আমরা অতিরিক্ত ভাড়া দিতে পারবোনা।

এ নিয়ে হাজী আকবর হোসেনের ছেলে মনহর আলীর একি গ্রামের আব্দুল হান্নানের পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হলে এতে উভয় পক্ষের লোকজন দেশিও অশ্রু নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের প্রায় ২০জন আহত হয়।

এমপি কন্যার ইসলাম গ্রহণ, ইউরোপজুড়ে তোলপাড়

আহতরা হলেন মনোহর আলী ,রুবেল মিয়া ,জাহাঙ্গীর মিয়া,রমজান মিয়া,আবুল ফজল ,আব্দুল হান্নান,আকবর আলীসহ প্রায় ২০ জন লোক আহত হয়, এর মধ্যে আশংকাজনক অবস্থায় মনোহর আলী ৪০ কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।