বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আলহাজ্ব আহমেদ আলী মুকিবের সঙ্গে বানিয়াচং উপজেলা জাতীয়তাবাদী ওলামাদল নেতৃবৃন্দ মতবিনিময় করেন। আহমেদ আলী মুকিবের হবিগঞ্জের নিজ বাসভবনে বুধবার (৮ অক্টোবর) সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামাদলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শাহ জাহেদ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আলম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ আফজল, সহ সাধারণ সম্পাদক মৌলভী মুহাম্মদ দিলোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ শফি আহমদ ও প্রচার সম্পাদক হাফেজ ক্বারী ইমরান আহমেদ নুরানী।
মতবিনিময়ে কেন্দ্রীয় নেতা আহমেদ আলী মুকিব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা ও তৃণমূল পর্যায়ে দলের ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।


