জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কথা বলেই স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি সুজাত মিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক সংসদ সদস্য সুজাত মিয়া। এ বিষয়ে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

 

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, দলীয় মনোনয়ন না পেলেও এলাকার জনগণের ব্যাপক সমর্থন ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে মাঠপর্যায়ে তাঁর সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

এই আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড. রেজা কিবরিয়া। ফলে আসন্ন নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এলাকার ভোটারদের মতে, সাবেক এমপি সুজাত মিয়া ও বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করবে। নির্বাচন ঘিরে নবীগঞ্জ ও বাহুবলে রাজনৈতিক উৎসাহ জনগনের মধ্যে দিন দিন বেড়ে চলছে।