৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩০

জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

বিদেশী মদসহ নবীগঞ্জের মাদক সম্রাট ছালিক গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক সম্রাট ছালিক মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় নবীগঞ্জ শহরের তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান সুগন্ধা স্ন্যাকস অভিযান চালিয়ে বিদেশী ১৪২ বোতল ভারতীয় ও বিদেশী মদ গুলো উদ্ধার করে পুলিশ ।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নিদের্শে থানার তদন্ত অফিসার উত্তম কুমার ও অফিসার অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ প্রায় ১ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন।

মাদক সম্রাট ছালিক মিয়া নবীগঞ্জ উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহ’র পুত্র।

ছালিক মিয়া এছাড়া ও ২০১৬ সালের ১৮ মার্চ বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার হয়েছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসাধু কিছু জনপ্রতিনিধি ওসরকার দলীয় প্রভাবশালী ব্যাক্তিদের মাসিক চাঁদা দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন ছালিক মিয়া। প্রতিদিন সন্ধ্যার পর রাত মধ্যে রাত পর্যন্ত চলে আসছিল এই মাদক ব্যবসা। তবে তার বেশির ভাগ ক্রেতারা হচ্ছেন নবীগঞ্জে বিশিষ্ট গুরুত্বপূর্ণ পদে থাকা ধনাট্য ব্যক্তি ব্যবসায়ী,জনপ্রতিনিধিরা।

এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্টান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে কোর্টে প্রেরন করা হয়।