জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

ব্র্যাকে মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ

 

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জন্য মহিলা প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে দেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা ব্র্যাক।

পদবী: স্বাস্থ্যকর্মী (প্রজেক্ট স্টাফ)
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়, বাহুবল উপজেলা, হবিগঞ্জ
আবেদনের শেষ তারিখ: ২৮ আগস্ট ২০২৫

যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ।
  • প্রার্থীকে অবশ্যই বিবাহিত হতে হবে।

প্রধান দায়িত্বসমূহ:

  • ট্যাবের মাধ্যমে পরিবার ও সদস্য নিবন্ধন করা।
  • গর্ভবতী মা, শিশু-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্য শিক্ষা প্রদান।
  • স্বাস্থ্যসেবা প্রদান: প্রসব পূর্ব ও পরবর্তী যত্ন, ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা, চোখের যত্ন ইত্যাদি।
  • জটিল রোগীদের সরকারি হাসপাতালে রেফার করা।
  • ডিজিটাল ফাইন্যান্সিং সিস্টেম (DFS) পরিচালনা এবং মাসিক সভায় অংশগ্রহণ।
  • জাতীয় টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা।

সুবিধাসমূহ:

  • আকর্ষণীয় বেতন
  • উৎসব ভাতা
  • স্বাস্থ্য ও জীবনবীমা
  • অন্যান্য সুযোগ-সুবিধা

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করতে হবে—
✔️ বাংলায় তৈরি সিভি
✔️ এসএসসি মূল সার্টিফিকেটের ফটোকপি
✔️ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
✔️ ১ কপি পাসপোর্ট সাইজ ছবি

আবেদনের ঠিকানা:
ব্র্যাক এরিয়া অফিস, বাহুবল, হবিগঞ্জ
📞 যোগাযোগ: 01876218464