জনপ্রিয় ৫ সংবাদ

আরো কিছু সংবাদ

মাদ্রাসায় সহপাঠীকে ছুরিকাঘাতে হত্যা করল ৯ বছরের শিক্ষার্থী

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক মাদ্রাসার শিক্ষার্থী কর্তৃক অপর এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে পুলিশ নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম রাফি (৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুরের ইটাখোলা এলাকার আলহাজ ইয়াসমিন ফয়সল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী এহসানুল হক নবীন (৯) এ হত্যাকাণ্ড ঘটায়। নবীন শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ফজরের নামাজ শেষে পড়াশোনা শেষে মাদ্রাসার ছাত্ররা ঘুমিয়ে পড়ে। এ সময় নবীন কৌশলে জুতা আনার কথা বলে রাফিকে মাদ্রাসার দক্ষিণ পাশে একটি ঝোপে নিয়ে যায়। সেখানে ধারালো ছুরি দিয়ে উপুর্যুপরি আঘাত করে রাফির মৃত্যু নিশ্চিত করে কাদামাটির মধ্যে লাশ ফেলে রেখে আসে।

মাদ্রাসার আরও দুই শিক্ষার্থী বিষয়টি টের পেয়ে নবীনকে আটক করে শিক্ষককে জানায়। পরে শিক্ষকরা স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সুহেলকে খবর দিলে তিনি পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছান।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক নবীনকে ছুরিসহ আটক করা হয়েছে এবং পর্যায়ক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।